রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে চমক দিতে চলেছে মোদি সরকার। শিয়রে লোকসভা নির্বাচন। জানা যাচ্ছে, ভোটের আগে পেট্রোপণের দাম বেশ খানিকটা কমানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেল লিটার প্রতি চার থেকে ছয় টাকা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গত এক বছর ধরে ধীরে ধীরে কমেছে অপরিশোধিত তেলের দাম। কিন্তু দেশের বাজারে পেট্রোল- ডিজেলের দামে কোনও রকমফের হয়নি। যা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।
আরও পড়ুন - নিত্যদিন বাড়ছে খরচ, সুরাহা দিতে বাজারে আসছে সরকারি 'ভারত রাইস'! কত দামে মিলবে?
বিশেষজ্ঞদের মতে বর্তমানে তেলের দাম স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে। ফলে, আগামী দিনে দেশের বাজারে পেট্রোলের দাম কমানো সম্ভব হবে। আর লোকসভার আগে সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে কেন্দ্র।