জ্বালানির দামে ওঠাপড়া লেগেই থাকে। দেখে নেওয়া যাক ১ ২অক্টোবর জ্বলানির দামে কতোটা বদল এল।
বুধবার কলকাতায় পেট্রোলের (Petrol Price) দামে নড়চড় নেই। আগের দিনের মতোই লিটার প্রতি পেট্রোল ১০৬ টাকা ৩ পয়সা। রাজধানীতে পেট্রোল বিকোচ্ছে ৯৬ টাকা ৭২ পয়সায়, মুম্বইতে ১০৬ টাকা ৩১ পয়সায়।
ডিজেলের দামেও (Diesel price) এই দিন কোনও বদল নেই। ১৮ অক্টোবর, কলকাতায় ডিজেলের দর ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার। দিল্লিতে দর লিটার প্রতি ৮৯ টাকা ৬২ পয়সা। মুম্বইতে ৯৪ টাকা ২৭ পয়সা।
Chaltabagan Sarbojonin Puja: থিম সং গাইলেন আইএএস আধিকারিক, নেপথ্যে চালতা বাগানের পুজো
আপনি আপনার মোবাইল থেকেও এসএমএসের মাধ্যমে পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।