পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price ) আজও অপরিবর্তিত । কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম (Petrol Price ) ওই ১০৬ টাকা মতো । ডিজেলের দাম সেখানে ৯২ টাকার আশেপাশে । বেশ কয়েকদিন ধরেই জ্বালানির দাম নিয়ন্ত্রণেই রয়েছে । অর্থাৎ দাম সেভাবে বাড়েনি । এদিন দেশের চার শহরে পেট্রলের দাম কত, দেখে নেওয়া যাক
পেট্রল-ডিজেলের দাম শহরের উপর নির্ভর করে । বিভিন্ন শহরে বিভিন্ন দাম । কোথাও কম, কোথাও বেশি । আসলে ট্যাক্স অনুযায়ী দামের হেরফের হয় ।
আরও পড়ুন, Petrol-Diesel Price Today : জ্বালানি কিনতে পুড়ছে হাত ? আজ কলকাতায় পেট্রল-ডিজেলের দাম কত, জেনে নিন
উল্লেখ্য, এবার থেকে এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম । ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ নম্বরে RSP এবং তাদের শহরের কোড পাঠিয়ে তথ্য পেতে পারেন এবং BPCL গ্রাহকরা RSP এবং তাদের শহরের কোড লিখে ৯২২৩১১২২২২ নম্বরে একটি এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন ।