জ্বালানির দামে ওঠাপড়া লেগেই থাকে। দেখে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিনে জ্বলানির দামে কতোটা বদল এল।
সোমবার কলকাতায় পেট্রোলের (Petrol Price) দামে নড়চড় নেই। রবিবারের মতোই লিটার প্রতি পেট্রোল ১০৬ টাকা ৩ পয়সা। রাজধানীতে পেট্রোল বিকোচ্ছে ৯৬ টাকা ৭২ পয়সায়, মুম্বইতে ১০৬ টাকা ৩১ পয়সায়।
ডিজেলের দামেও (Diesel price) সোমবার কোনও বদল নেই। ২ অক্টোবর, কলকাতায় ডিজেলের দর ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার। দিল্লিতে দর লিটার প্রতি ৯৪ টাকা ২৭ পয়সা।