পেট্রোল-ডিজেলের দাম বাড়ল না কমল তা নিয়ে মধ্যবিত্তের প্রতিদিনের উদ্বেগ থাকেই। কলকাতায় বুধবার বেশ সস্তা জ্বালানি। শহরে এদিন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.০৩ টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।
কলকাতার চেয়ে বেশি দাম পেট্রোল ও ডিজেল বিকোচ্ছে মুম্বইতে। দেশের অর্থনৈতিক রাজধানীতে মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৭ টাকা।
তবে রাজধানীতে জ্বালানির দাম কলকাতার চেয়ে কম। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৭২ টাকা, ডিজেল প্রতি লিটারে ৮৯.৬২ টাকা।
বুধবার দেশের সবচেয়ে সস্তা পেট্রোল আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ারে পাওয়া যাচ্ছে। সেখানে প্রতি লিটারে পেট্রোলের দাম ৮৪ টাকা ১০ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৪ পয়সা।
বিশ্ববাজারে ফের বেড়েছে অপরিশোধিত তেলের দাম৷ ফলে আপাতত খুব একটা স্বস্তি দেবে না জ্বালানির মূল্য।