নিরাপদে বিনিয়োগ করে কর বাঁচাতে চাইলে আপনার জন্য উপযুক্ত হতে পারে পোস্ট অফিস (Post Officed) স্কিমগুলি। বর্তমানে ফিক্সড ডিপোজিটের (FD) সুদের থেকে বেশি রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের স্কিমগুলি। কোন স্কিম রয়েছে এই তালিকায় দেখে নেওয়া যাক।
টাইম ডিপোজিট স্কিম
এটি হল পোস্ট অফিসের সেভিংস স্কিম। যেটিকে টাইম ডিপোজিট স্কিম বলা হয়। এই স্কিমের সুদের হার প্রতি তিন মাস অন্তর অন্তর সংশোধন করা হয়। কী কী সুবিধা রয়েছে এই স্কিমে?
পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD)
এই স্কিম টাইম ডিপোজিট ইন্টারেস্ট রেট (Post Office TD Interest Rate) কিছু সময়ে ফিক্সড ডিপোজিটের মতো একই সুদ দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তি সুদও পাওয়া যায় এই স্কিম থেকে। এই স্কিমে এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা যায়।
কত কর ছাড় পাওয়া যায়?
এই প্রকল্পে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয়। সর্বোচ্চ টাকার পরিমাণ যত খুশি রাখা যায়। এই প্রকল্পে প্রতি বছর সুদ দেওয়া হয়। বার্ষিক সুদ জমা দেওয়া হয় গ্রাহকের অ্যাকাউন্টে। এই স্কিমে,৫ বছরের TD-র জন্য আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন- প্যান-আধার লিঙ্ক করা না হলে আর কাজ করবে না প্যান কার্ড, টুইটে জানালো আয়কর দফতর
সুদের হার
এই স্কিমে ১ বছরের জন্য ৫.৫ শতাংশ, দুই এবং তিন বছরের জন্য ৫.৭ শতাংশ ও ৫.৮ শতাংশ এবং ৫ বছরের মেয়াদে ৬.৭ শতাংশ সুদ দেয়।
এই স্কিমের বিশেষ সুবিধা হল, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও মেয়াদপূর্তির আগেই বন্ধ করা যেতে পারে। পাসবুক-সহ একটি আবেদন জমা দিলেই হয় । তবে, জমার তারিখ থেকে ৬ মাসের আগে আমানত তুলে নেওয়া যাবে না। ১ বছরের আগে কিন্তু ৬ মাস পরে যদি বন্ধ করা হয় সেক্ষেত্রে PO সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হয়।