সংস্থার পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার, সেইমতোই তাদের সংস্থার সমস্ত গাড়ির দাম বৃদ্ধির কথা জানিয়ে দিল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই নতুন দাম কার্যকর করা হবে ১৬ জানুয়ারি থেকেই। যদিও, কোন মডেলের গাড়ির দাম ঠিক কত বাড়বে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। মারুতি সুজুকি স্টক এক্সচেঞ্জগুলিকে দেওয়া তথ্যে জানিয়েছে, কোম্পানির গাড়ির মডেলগুলিতে প্রত্যাশিত ওজনযুক্ত গড় বৃদ্ধি প্রায় ১.১ শতাংশ রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর বেশিরভাগ যানবাহন নির্মাতা বছরের শুরুতেই তাদের গাড়ির দাম বাড়িয়ে দেয়। এ ছাড়া সেমিকন্ডাক্টর সরবরাহ, সাপ্লাই চেন ইত্যাদিও গাড়ির দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। মারুতি সুজুকি সম্প্রতি হরিয়ানায় একটি নতুন কারখানা তৈরি করেছে।