১ জুলাই থেকে দেশে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়েছে প্যাকেটজাত জুস, সফট্ ড্রিংকস ও দুগ্ধজাত পণ্য তৈরির সংস্থাগুলি।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে চলতি মাস থেকে নিষিদ্ধ হয়েছে বেলুনের প্লাস্টিকের স্টিক, প্লাস্টিকের পতাকা, ক্যান্ডি স্টিক, আইসক্রিম স্টিকস, পলিস্টারইন বা থার্মোকলের প্লেট, কাপ, গ্লাস, কাঁটাচামচ, চামচ ইত্যাদির ব্যবহার। প্লাস্টিক বর্জ্যের দূষণ কমাতেই কেন্দ্রের তরফে এই কঠোর পদক্ষেপ। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বেভারেজ কোম্পানিগুলি তাঁদের প্রোডাক্টে আর প্লাস্টিকের স্ট্র বিক্রি করতে পারবে না। ইতিমধ্যে আমুল (Amul), মাদার ডেয়ারি (Mother Dairy) সহ একাধিক সংস্থা কেন্দ্রকে এই সিদ্ধান্ত পিছিয়ে দিতে অনুরোধও করেছিল। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি।
SBI Whatsapp Service:এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহকদের পরিষেবা দেবে এসবিআই
আমুল চিঠি দিয়ে জানিয়েছিল, সরকারের এই সিদ্ধান্ত কৃষকদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী সংস্থার উপরও খারাপ প্রভাব ফেলবে। সংস্থাগুলির বক্তব্য, কাগজের স্ট্রগুলির দাম প্লাস্টিকের স্ট্র-এর তুলনায় প্রায় ৪ গুণ বেশি। সেক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা আগামীতে সংস্থাগুলি তাদের পণ্যের দাম বাড়াতে পারে। যদিও সংস্থাগুলির তরফে তাদের পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে এখনও কিছু জানায়নি।