গত মে মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়ে দিয়েছিল, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সব দু'হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা করতে হবে।
আজ অর্থাৎ শনিবার সেই ডেডলাইন। তার আগেই বাড়ানো হল গোলাপি নোট জমা করার সময়সীমা। দু'হাজার (2000 Rupees Note) টাকার নোট জমা দেওয়া যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। শনিবার এমনটাই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
আরও পড়ুন - উজ্জ্বয়িনে নাবালিকা ধর্ষণ, সাহায্য করেনি যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ
গত ১ সেপ্টেম্বরে তথ্য প্রকাশ করেছিল আরবিআই। জানিয়েছিল, মোট ৯৩ শতাংশ নোট জমা পড়ে গিয়েছে। সব মিলিয়ে ৩.৩২ লক্ষ কোটি টাকা হাতে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের। এখনও কিছু পরিমাণ নোট রয়ে গিয়েছে বাজারে। সেই কারণেই আরও কিছুদিন বাড়ানো হল সময়সীমা।