করোনা পর্ব মিটতেই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ফলে নতুন রেপো রেট দাঁড়াল ৫.৪ শতাংশ। গভর্নর শক্তিকান্ত দাস(Shaktikanta Das) জানিয়েছেন, শুক্রবার থেকেই কার্যকর হবে নয়া রেপো রেট(Repo Rate)। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে টানা ১১ মাস রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও, বিগত তিন মাসে তিনবার রেপো রেট বাড়ানো হল। পাশাপাশি, লাগাতার মূল্যবৃদ্ধিতে রাশ টানতে ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়ানো হল।
করোনাকালে(Covid Situation in India) ব্য়াপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল দেশের অর্থনীতিকে। ২০২০ সালের মার্চ মাসেই রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছিল। কঠিন অবস্থা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্যও যথেষ্ট সময় দেওয়া হয়েছিল. টানা ১১ মাস অপরিবর্তিত রাখা হয়েছিল রেপো রেট(Repo Rate)। তবে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রভাব থেকে দেশকে বাঁচাতে ধীরে ধীরে ফের রেপো রেট বাড়াতে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত মে মাসে প্রথম রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। এরপর জুন মাসেও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় রেপো রেট। এবার আরও ৫০ পয়েন্ট বাড়িয়ে প্রাক-করোনা পর্বের মতোই রিজার্ভ ব্যাঙ্ক(RBI) রেপো রেটের হার ৫.৪০ শতাংশ ধার্য করল।
আরও পড়ুন- Unclaimed Deposits: দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা, নেওয়ার লোক নেই
আগেই এসবিআইয়ের অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, দেশে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান-ইউক্রেন যুদ্ধ (Russian-Ukraine War)। মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হল বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি। ফলে আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা করার পাশাপাশি মূল্যবৃদ্ধি কমাতে লাগাতার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। চলতি বছরে এখনও পর্যন্ত ১৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে।