RBI: মুদ্রাস্ফীতির জের, রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ধ্বস নামল শেয়ার বাজারে

Updated : May 04, 2022 17:21
|
Editorji News Desk

বৃহস্পতিবার রেপো রেট বদলের কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়, রেপো রেট (Repo rate) ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশে করা হচ্ছে। এই হার অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই গভর্নর (RBI governor) শক্তিকান্ত দাস জানান, ২ থেকে ৪ মে'র মধ্যে অনুষ্ঠিত মনিটারি পলিসি (RBI monetary policy committee) কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪ শতাংশ করা হয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিয়ো বৃদ্ধি করা হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি করতেই আরবিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান গভর্নর।

আরও পড়ুন: রাজ্যের সফর সূচিতে বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরেই বিপুল পতন হয় সেনসেক্সে (Sensex)। নিমেষে ১১০০ পয়েন্ট নেমে যায় শেয়ার বাজারের সূচক।  

প্রসঙ্গত,  এর আগে দেশে করোনা অতিমারির (Corona pandemic) প্রকোপ দেখা যাওয়ার পর ১১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট (Repo rate)। মুদ্রাস্ফীতি ও নগদ প্রবাহের ভারসাম্য বজায় রাখতে রেপো রেট ও রিভার্স রেট কমানো হয়েছিল। 

ওয়াকিবহালমহলের মতে, রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) এই জোড়া সূচক বৃদ্ধির মূল অর্থ হল ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার ব্যাপারে আগের তুলনায় বেশি সংযত হবে। যার ফলে, কিছুটা হলেও বাজারে নগদের জোগান নিয়ন্ত্রিত হবে।

রিজার্ভ ব্যাঙ্কের আশা, নগদের জোগান কমলে বা সহজে ঋণ না পেলে সাধারণ মানুষ বিলাসবহুল পণ্যের কেনাবেচা কমিয়ে দেবেন। শুধুমাত্র প্রয়োজনীয় দ্রব্য কিনতেই অর্থ ব্যয় করবেন। যা বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

Reserve BankSensexRepo Rate

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই