রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটরি পলিসি কমিটি (RBI monetary policy) ৫ অগাস্ট সকাল ১০ টায় সুদের হারের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত ঘোষণা করবে। সুদের হার ফের বাড়়বে কি না তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে।
আমদানিকৃত মুদ্রাস্ফীতি কমাতে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে সুদের হার ২৫-৫০ bps এর মধ্যে ওঠানামা করছে। রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি কমিটির অ্যাজেন্ডায় সুদের হারের এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে বিশেষ কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
ইতিমধ্যে আমেরিকায় ইউএস ফেডেরাল রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তাদের সর্বশেষ নীতিতে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। সাম্প্রতিক কালের মধ্যে যা সর্বোচ্চ।
MAKAUT Recruitment: হাই কোর্টের নির্দেশে ম্যাকাউটের উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল
ভারতে মুদ্রাস্ফীতি জুন মাসে ছিল ৭.০১%। এনিয়ে টানা ষষ্ঠ মাসে এই হার ৬ শতাংশের উপরে রয়েছে যা বিশেষ উদ্বেগজনক। ওয়াকিবহাল মহলের একাংশের ধারনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছয়-সদস্যের মনিটরিং কমিটি পুনঃক্রয় হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪% বৃদ্ধি করবে।