ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI)। বুধবার ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। নতুন রেপো রেট (Repo Rate) বেড়ে দাঁড়াল ৬.২৫ শতাংশ। গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই
বিশ্বজুড়েই মুদ্রাস্ফীতির পরিস্থিতি, তার সঙ্গে মোকাবিলা করতে রেপো রেট বাড়াল দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি কমিটির বৈঠকেই এই রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল রেপো রেট। চলতি বছরে ৫ বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক।
West Bengal Weather Update : ঘূর্ণিঝড়ের দাপটে ডিসেম্বরেই উধাও শীত ? আজ কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
কাকে বলা হয় রেপো রেট? ভারতের রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে ঋণ দিয়ে থাকে, তাই হল রেপো রেট। অন্যদিকে শীর্ষ ব্যাংক যে হারে অন্য বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নিয়ে থাকে, তাকে বলা হয় রিভার্স রেপো রেট।