হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে UPI ট্রানজাকশনে বিশেষ সুবিধা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতদিন পর্যন্ত কোনও হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে UPI এর মাধ্যমে এককালীন ১ লাখ টাকা পাঠানো যেত। এবার সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হল। মনিটারি পলিসি কমিটির বৈঠকে এই ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস।
এবিষয়ে তিনি জানিয়েছেন, বিভিন্ন সময়ে UPI কেন্দ্রীক বিভিন্ন পলিসি পর্যালোচনা করা হয়। এবং এবারের পর্যালোচনায় হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে লেনদেনে ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে UPI ব্যবহারকারীদেরর সুবিধা হবে। তাঁরা এককালীন অনেক বেশি অঙ্কের টাকা পাঠাতে পারবেন।
এর পাশাপাশি ই-ম্যান্ডেটেও লেনদেনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। মিউচুয়াল ফান্ড, ইনসিউররেন্স প্রমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড রিপেমেন্টে লেনদেনের পরিমাণের ঊর্ধসীমা ১ লাখ টাকা করা হয়েছে।
শুক্রবারের মিটিংয়ে রেপো রেটও অপরিবর্তিত রয়েছে। এর ফলে যাঁরা ব্যাঙ্ক ঋণ নিয়েছেন তাঁদের কাছে কিছুটা স্বস্তি। রেপো রেট অপরিবরর্তিত থাকায় ব্যাঙ্কের সুদের হারও অপরিবর্তিত থাকবে।