সারা জীবনের কষ্ট আর্জিত অর্থ সঞ্চয় করে রাখেন ব্যাঙ্কে। কিন্তু আপনার ব্যাঙ্ক কি আদতেও ভরসাযোগ্য? সেই প্রশ্নেরই উত্তর দিল রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সম্প্রতি দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের মধ্যে কোন ব্যাঙ্কগুলি ভরসাযোগ্য এবং নিরাপদ তার তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
এই তালিকার প্রথমেই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এছাড়াও রয়েছে আইসিআইসিআই (ICICI) এবং এইচডিএফসি (HDFC)। এই তিন ব্যাংকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নিরাপদ বলে বিবেচনা করেছে। এর মধ্যে সরকারি ব্যাঙ্ক এসবিআই। আর বাকি দুটি বেসরকারি।
সম্পত্তি, আমানত রাখার ক্ষেত্রে ঝুঁকি সব থেকে কম রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এতে ঝুঁকি মাত্র ০.৬০ শতাংশ। এটি RBI-এর তালিকায় টিয়ার ওয়ানে রয়েছে।
আরও পড়ুন- KYC আপডেট করার জন্য ব্যাঙ্কে যাওয়া বাধ্যতামূলক নয়, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কে টাকা রাখার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে একটু বেশি। এতে ঝুঁকির পরিমাণ ২০ শতাংশ। এই তিন ব্যাঙ্ক যে কোন আর্থিক সংকটের সময় সরকারের থেকে সাহায্য পাবে। ফলে, গ্রাহকরা নিশ্চিন্তে এই তিন ব্যাঙ্কে টাকা রাখতে পারেন।