এখনও নয় হাজার সাতশো ষাট কোটি টাকার দুহাজারের নোট ঘুরছে বাজারে। সেই কারণে এখনই ২০০০ টাকার নোট 'অবৈধ' ঘোষণা করছে না আরবিআই।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০০০ টাকার নোট এখনও 'বৈধ'। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জমা দিতে হবে।
আরও পড়ুন - বৃহত্তম অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ভারত, দেশের GDP বাড়ল ৭.৮ শতাংশ
চলতি বছরের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। কিন্তু এখনও ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।