চরমভাবাপন্ন আবহাওয়ার জন্য মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ছে৷ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দামও ওঠানামা করবে। মঙ্গলবার এপ্রিল মাসের বুলেটিনে এ কথা জানাল রিজার্ভ ব্যাঙ্ক।
রেপো রেট অপরিবর্তিত থাকলেও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বিগ্ন আরবিআই। ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, গ্রীষ্মে সবজির দামের উপর নজর রাখা হবে৷ আরবিআই মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের কাছাকাছি রাখতে চায়। আবহাওয়া দফতরের সতর্কবার্তার পর এই হার নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সেই কারণেই সবজির দাম নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। তবে তিনি জানিয়েছেন, গমের দামের উপর তাপপ্রবাহের প্রভাব পড়বে না।
Indian Food Safety: মশলায় ক্যানসারের বীজ! বেবিফুডে অতিরিক্ত চিনি! ভারতে খাদ্যপণ্য কতোটা নিরাপদ?
উল্লেখ্য, শস্য ও সবজির দামের কারণে খাদ্যের মুদ্রাস্ফীতি সাম্প্রতিক সময়ে কয়েকগুণ বেড়েছে। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার প্রায় ৪ শতাংশ হতে পারে বলে সতর্ক করেছেন আরবিআই গর্ভনর।