বিভিন্ন অ্যাপের মাধ্যমে ঋণ (Digital loan) দেওয়ার ব্যাবসার নিয়ন্ত্রণে শীঘ্রই বিশেষ নির্দেশিকা আনতে চলেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। সাধারণ মানুষের হয়রানি ঠেকাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
মোবাইল ফোনে এখন এমন একাধিক অ্যাপ রয়েছে যারা সাধারণ মানুষকে খুব সহজেই মোটা অংকের ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। অনেকেই সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে সমস্যায় পড়েন। রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, এই ধরনের অ্যাপগুলির প্রলোভনে সাড়া না দিতে। কারণ প্রথমত এই ধরনের অ্যাপগুলির অনেকগুলিই বেআইনি। তাদের আইনত এভাবে ঋণ দেওয়ার কোনও ক্ষমতা নেই। এমন অধিকাংশ অ্যাপ রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা নথিভুক্ত নয়। তাই এই ধরনের বেআইনি অ্যাপগুলির মাধ্যমে ঋণ নিয়ে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এছাড়া সাইবার বিশেষজ্ঞদের মতে এই ধরনের অ্যাপগুলি গ্রাহকের ফোনের কললিস্ট, এসএমএস সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেয়। এর জেরে গ্রাহকের প্রাইভেসি বিঘ্নিত হয়।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপের মাধ্যমে এই ধরনের ডিজিটাল ঋণ প্রদানের যে ব্যাবসা দেশ জুড়ে শুরু হয়েছে, সেই বিষয়টি তাদের নজরে রয়েছে। গ্রাহকদের উদ্দেশ্য রিজার্ভ ব্যাঙ্কের সতর্ক বার্তা, কোনও অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়ার আগে যেন যাচাই করে নেওয়া হয় সেটি রিজার্ভ ব্যাঙ্কে নথিভুক্ত কিনা। এই ধরনের অ্যাপের মাধ্যমে ঋণ নিয়ে যদি কেউ প্রতারিত হন সেক্ষেত্রে দ্রুত তাঁর পুলিশে অভিযোগ জানানো উচিত। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, শীঘ্রই তারা এই ধরনের অ্যাপগুলির জন্য একটি সার্বিক নিয়ন্ত্রণ পরিকাঠামো গড়ে তুলবে।