ফের ধস দেশের অর্থনীতিতে (Indian Economics)। ফের কমল টাকার মূল্য। সোমবার বাজার খোলার পর টাকার দাম মার্কিন ডলারের (US Doller) তুলনায় ৩৬ পয়সা কমল। টাকার দাম কমে দাঁড়িয়েছে ৭৮.২৯ টাকা। এই প্রথম টাকার মূল্য ৭৮ টাকার গণ্ডি পেরোল যা সর্বকালীন রেকর্ড।
কেন বারবার এই টাকার দামে পতন হচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ বাজার, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও বিদেশি পুঁজি কমে যাওয়া দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। আগামী কয়েক সপ্তাহে এই চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অ্যাপের মাধ্যমে সহজে ঋণ? প্রলোভনের ফাঁদে পা দেবেন না
শুক্রবার বাজার বন্ধের সময় ডলারের অনুপাতে ১ পয়সা কমে শেষ পর্যন্ত ৭৭.৮৫ টাকায় গিয়ে ঠেকে টাকার দাম। উল্লেখ্য, গত সপ্তাহে টাকার দাম ডলারের অনুপাতে কমে ২১ পয়সা হয়েছিল।