লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা! টানা সপ্তম বারের জন্য রেপোরেট অপরিবর্তিত রাখল দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাংক (RBI)। এর ফলে ঋণের বোঝা বাড়ার আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত হল আমজনতা।
শেষ কবে বেড়েছিল রেপো রেট?
শুক্রবার আরবিআই ঘোষণা করল, আগের মতোই ৬.৫ শতাংশ থাকছে রেপো রেট। ২০২৩-এর ফেবুয়ারিতে শেষবার রেপোরেট বেড়েছিল।
West Bengal Weather Update: হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?
মনিটারি পলিসি কমিটি’-র দ্বিমাসিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
কাকে বলা হয় রেপো রেট? ভারতের রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে ঋণ দিয়ে থাকে, তাই হল রেপো রেট। অন্যদিকে শীর্ষ ব্যাংক যে হারে অন্য বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নিয়ে থাকে, তাকে বলা হয় রিভার্স রেপো রেট।