শনিবার দেশের শেষ দফায় নির্বাচন। তার আগে নিঃশব্দে চমক দিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এতদিনের জমানো সোনা এবার বিলেত থেকে দেশে নিয়ে ফেরাল শীর্ষ ব্যাঙ্ক। ওজন আনুমানিক ১ লক্ষ কেজি। বিশেষজ্ঞদের দাবি, ভারতের গচ্ছিত সোনার বেশির ভাগ রয়েছে ইউরোপে। এরমধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে। সেখান থেকেই ফেরানো হল ১০০ টন সোনা।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন। যা গত এক বছরে অনেকটাই বেড়েছে। উল্লেখ ১৯৯১ সালে ২০ টন সোনা বিদেশে পাঠিয়েছিল ভারত। বিশেষজ্ঞরা দাবি করেন, কার্যত নিরুপায় হয়েই সোনা বন্ধক রাখতে হয়েছিল।
ঠিক তিন দশক পর, সেই সোনাই এবার দেশে ফেরালো ভারত। ভারতের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, সোনা ফেরানোর একটাই কারণ। যে পরিমাণ অর্থ ভাড়া বাবদ দিতে হত, তা আর দিতে হবে না।