ভোট মিটতেই রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । টানা ৮ বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল দেশের শীর্ষ ব্যাঙ্ক । মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার খানিকটা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক । এমনটাই খবর সামনে আসছিল । কিন্তু, এবারও সুদের হার একই রাখল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠকে জানানো হয়েছে, আগামী ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত থাকবে। আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকবে ৬.৫ শতাংশ । এর ফলে ঋণের বোঝা বাড়ার আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত হল আমজনতা।
শেষ কবে বেড়েছিল রেপো রেট?
২০২২-২৩ অর্থবর্ষে বেড়েছিল রেপো রেট । তারপর আর বাড়ানো হয়নি । ২০২৩-২৪ অর্থবর্ষেও বাড়ানো হয়নি রেপো রেট । ২০২৪-২৫-এও তা অপরিবর্তিত রাখা হল ।