ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Russia-Ukraine War) ভাল রকম আঁচ লাগল ভারতীয় অর্থনীতিতে (Indian Economy)।
রেকর্ড পড়ল (Rupee at record low) টাকার দাম। ২০০৮ এর পর অপরিশোধিত তেলের দাম সবচেয়ে বেশি বাড়ায়, এই রেকর্ড পতন। ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল মার্কিন ডলার প্রতি ৭৭ টাকা। অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে কাল ঘাম ছুটবে কেন্দ্রের। ইউক্রেনে হামলার দরুণ রাশিয়া থেকে তেল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার জেরে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১৪০ মার্কিন ডলার।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (crude oil price hike) দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব বাজারে পড়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মত। রুশ মুদ্রা রুবল এবং চিনের মুদ্রা ইয়েনের বিনিময় বাড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ বাজারে মূলধন সরিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে।