এক সপ্তাহে দ্বিতীয় বার মার্কিন ডলারের (US Dollar) তুলনায় দাম কমল ভারতীয় মুদ্রার (Indian Rupee)। বৃহস্পতিবার বাজার খুলতেই টাকার দাম পড়ে হয় ৭৭ টাকা ৫৫ পয়সা।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, অভ্যন্তরীণ শেয়ার বাজার নিস্তেজ। যা আমেরিকান বিনিয়োগকারীদের (American Investors) প্রভাবিত করছে। তার ফলে এক সপ্তাহের মধ্যে টানা দুবার টাকার দামে পতন (Rupee Falls) হয়েছে। এদিন বাজার খোলার পরই ভারতীয় মুদ্রায় এক মার্কিন ডলারের মূল্য ৩০ পয়সা কমে হয় ৭৭ টাকা ৫৫ পয়সা।
বৈদেশিক মুদ্রা লেনদেনকারীরা অবশ্য মনে করছেন, অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে টাকার দামে। সেই কারণেই ডলারের অনুপাতে দাম পড়ছে টাকার।
আরও পড়ুন: বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের, আইপিএল থেকে ছিটকে গেলেন জাদেজা
প্রসঙ্গত, গত সোমবার ডলারের অনুপাতে টাকার দাম ৫৪ পয়সা কমে হয় ৭৭ টাকা ৪৪ পয়সা। আমেরিকায় গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য সামনে এসেছিল। তাতে দেখা যায়, ওই দেশে অনেক বেশি হারে মুদ্রাস্ফীতি হয়েছে। তারফলে শেয়ার বাজারেও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। এদিনও সেনসেক্স ও নিফটির সূচকও নেমেছে প্রায় ২ শতাংশ।