মঙ্গলবার ছিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা। প্রাথমিক ট্রেন্ড থেকেই স্পষ্ট হচ্ছিল এক্সিট পোলের সব হিসেব ওলট পালট হতে শুরু করেছে, বেলা বাড়তেই আরও স্পষ্ট হল, '৪০০ পার' তো দূরস্ত, বিজেপি ম্যাজিক ফিগারের কাছাকাছিও পৌঁছবে না। তারপর থকেই শেয়ার বাজারে ধস। একই সঙ্গে পড়ল টাকার দামও।
মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম পড়ল ৩৮ পয়সা। অর্থাৎ ১ মার্কিন ডলারের দাম ভারতীয় টাকায় ৮৩ টাকা ৫৩ পয়সা। সোমবার যা ছিল ৮৩ টাকা ১৪ পয়সা।
মঙ্গলবার ভারতের শেয়ার বাজারেও ধস নেমেছে। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়াল ৭২,০৭৯ পয়েন্টে। নিফটি দাঁড়িয়ে ২১,৮৮৪.৫ পয়েন্টে।