আপনার কি স্টেট ব্যাঙ্কে (State Bank of India) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই তথ্যটি অবশ্যই আপনার জন্য প্রয়োজনীয়। স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে আপনি এখন থেকে একটি বিশেষ কার্ড ছাড়া অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন না।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাঁদের গ্রাহকদের এখন থেকে অ্যাকাউন্টে টাকা জমা করতে হলে অবশ্যই গ্রিন কার্ড ব্যবহার করতে হবে (SBI Green Card)। যদি তাঁদের এই কার্ড না থাকে তবে ব্যাঙ্কে গিয়ে তাঁরা অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন না। আপনার যদি গ্রিন কার্ড না থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে এই কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে। এজন্য ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রিন কার্ড হল ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো একটি প্লাস্টিক কার্ড। এটিতে গ্রাহকের অ্য়াকাউন্ট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য এমবেড করা থাকে। ব্যাঙ্কে টাকা জমা দিতে হলে কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে। ব্যাঙ্কের কর্মী কার্ডটি তাঁদের মেশিনে সোয়াইপ করলে কর্মীর কম্পিউটারে আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে। এবার আপনি কর্মীকে টাকা দিলে তিনি তা আপনার অ্যাকাউন্টে জমা করে দেবেন।
যদি আপনার গ্রিন কার্ড না থাকে, তাহলে আপনাকে কোনও এটিএম ক্যাশ রিসিভিং কাউন্টারে গিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে হবে।