স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের জন্য খুশির খবর। ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বাড়াল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এসবিআইয়ের ওয়েবসাইটে নয়া ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২ কোটির কম অঙ্কের ফিক্সড ডিপোজিটে ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে। নতুন সুদের হার ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে।
Qatar World Cup Team Argentina : মেসির বুকে আর এক লিও, লুসাইল থেকে সমালোচকদের জবাব
গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার পরেই এসবিআইয়ের এই পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা। ২ কোটি টাকার কম অঙ্কের অর্থের ফিক্সড ডিপোজিটে ২১১ দিন থেকে শুরু করে এক বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ থেকে সুদ বেড়ে হল ৫.৭৫ শতাংশ। এসবিআই শেষ বার সুদের হারে পরিবর্তন করেছিল গত ২২ অক্টোবর।