গতকালই সংসদে পেশ হয়েছে সাধারণ বাজেট প্রস্তাব। আয়করদাতাদের জন্য নতুন করে করছাড়ের ঘোষণা না থাকায় অখুশি মধ্যবিত্ত। কিন্তু এর মাঝেও রয়েছে মন ভাল করা একটা খবর।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ক। অর্থাৎ ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে এবার রিটার্ন পাওয়া যাবে আগের চেয়ে বেশি।
বেসরকারি ব্যাঙ্কগুলোর সঙ্গে তাল রাখতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক চলতি সপ্তাহের শুরুতে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে দু'বার।
এইচডিএফসি ব্যাঙ্কে ২ বছর ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২ %। ৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৪ %, ৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত সুদের হার ৫.৬ %।
এসবিআই তে ৩, ৫ এবং ১০ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার যথাক্রমে ৫.১, ৫.৩ এবং ৫.৪ %।
আইসিআইসিআই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ঘোরাফেরা করে ২.৫ % থেকে ৫.৫ % পর্যন্ত। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে এফডি তে সুদের হার ৩ এবং ৫ বছরের জন্য যথাক্রমে ৫.১৫ % এবং ৫.৩ %।