বর্তমানে ভারতে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে সংখ্যাটা মোট ৩৩। সেই ব্যাঙ্কগুলি থেকে দেশের সবচেয়ে সুরক্ষিত ৩টি ব্যাণকোকে বেছে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সরকারি ব্যাঙ্কের মধ্যে এসবিআই এবং বেসরকারি ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের বিচারে দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত। ফলে এসবিআই, এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাঙ্কে রাখা কোনও ব্যক্তির টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে বলেই খবর।
হাজার প্রতিকূলতা সত্ত্বেও আপাতত স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইআইসিআই ব্যাঙ্কের মুখ থুবড়ে পড়ার কোনও আশঙ্কা নেই, বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে তিনটি ব্যাঙ্ককে কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের তালিকায় রাখা হয়েছে। যার জেরে প্রবল অর্থনৈতিক দুরাবস্থাতেও সমস্যায় পড়বেন না এই তিন ব্যাঙ্কের গ্রাহকরা।
আরও পড়ুন- Malda Murder Case: রাগের বশে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা মালদায়, পালাতে গিয়ে মৃত অভিযুক্ত