ঋণের (Loan Rate Hike) উপর সুদের হার বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) । এর ফলে বাড়ি, গাড়ি এবং অন্যান্য ঋণ আরও ব্যয়বহুল হতে চলেছে । SBI-এর এই পদক্ষেপে বড় সমস্যায় পড়বেন লাখ লাখ গ্রাহক ।
সব ঋণের ক্ষেত্রে সুদের হার ১০ ব্যাসিস পয়েন্টে বাড়ানো হয়েছে । যা একটা পার্সেন্টেজ পয়েন্টের একশো ভাগের এক ভাগের সমান । সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, গোটা একদিন হোক বা এক মাস বা তিন মাস, সব ক্ষেত্রেই সুদের হার ১০ বেসিস পয়েন্টে বাড়ানো হয়েছে । এক দিনের ক্ষেত্রে এখন সুদের হার ৬.৭৫ শতাংশ । যা আগে ছিল ৬.৬৫ শতাংশ । এক মাস, তিন মাসের ক্ষেত্রেও একই হারে সুদের হার বেড়েছে । আর ছয় মাসের মেয়াদের ক্ষেত্রে সুদের হার হয়েছে ৭.০৫ শতাংশ ।
আরও পড়ুন, Bank Timing Changed : সোমবার থেকে এক ঘণ্টা আগেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক, জেনে নিন নতুন সময়
একইভাবে, এক বছরের মেয়াদের জন্য সুদের হার হয়েছে ৭.১০ শতাংশ । যা আগে ছিল ৭ শতাংশ । তিন বছরের সুদের হার ৭.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৪ শতাংশ ।