স্টেট ব্যাঙ্ক (SBI) থেকে যাঁরা গৃহঋণ নিয়েছেন তাঁদের জন্য খারাপ খবর। গৃহঋণের উপর সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। চলতি সপ্তাহের বুধবার থেকেই সুদের হার বৃদ্ধি করেছে দেশের বৃহত্তম পাবলি সেক্টর ব্যাঙ্কটি।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গত সপ্তাহেই ০.৫ শতাংশ রেপো রেট বৃদ্ধি করেছে। এর ফলে নয়া রেপো রেট হয়েছে ৪.৯ শতাংশ। এরপরেই ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধি করতে শুরু করেছে।
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে বুধবার থেকেই নয়া সুদের হার চালু হয়েছে। ব্যাঙ্কের তরফে EBLR (External Benchmark Based Lending Rate) এর সর্বনিম্ন হার বাড়িয়ে করা হয়েছে ৭.৫৫ শতাংশ। আগে এই সুদের পরিমাণ ছিল ৭.০৫ শতাংশ। অর্থাৎ ০.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। পাশাপাশি মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট (MCLR)-ও বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। এই সুদের হার বেড়েছে ০.২০ শতাংশ।
এর আগেও জুনের শুরুতেও স্টেট ব্যাঙ্ক গৃহঋণে সুদের হার বৃদ্ধি করেছিল। তখন ৪০ বেসিস পয়েন্ট সুদের হার বৃ্দ্ধি করা হয়েছিল। এর জেরে যাঁরা স্টেট ব্যাঙ্ক থেকে গৃহঋণ নিয়েছেন, তাঁদের চিন্তা বেড়েছে।