অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই! টাকা দেবে ব্যাঙ্ক। গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা আনল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI)। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাঙ্ক থেকে অতিরিক্ত টাকা তুলতে পারবেন কোনও গ্রাহক। এমনকি স্যালারি অ্যাকাউন্ট হলে বেতনের দ্বিগুণ টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। যদিও সব গ্রাহকদের জন্য এই পরিষেবা নয় ।
এসবিআইয়ের (SBI) এই বিশেষ পরিষেবার নাম ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট। মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ ইউনো অ্যাপের (YONO) মাধ্যমে এই পরিষেবার আবেদন করতে পারবেন গ্রাহকরা। এর জন্য ব্যাঙ্কে একটি স্থায়ী আমানত থাকা দরকার। তবে, সেটি জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। একজন ব্যক্তির অ্যাকাউন্ট হতে হবে। সেই অ্যাকাউন্টে জমা থাকা টাকার ৯০ শতাংশ পর্যন্ত ওভারড্রাফ্ট হিসাবে তোলা যায়।
এই সুবিধা রয়েছে স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রেও। এক্ষেত্রে বেতন হিসেবে অ্যাকাউন্ট হোল্ডার যে টাকা পান তার দ্বিগুণ টাকা তোলা যায়। এর জন্য প্রয়োজন হয় না কোনও সুদের। বা কোনও প্রসেসিং ফি লাগে না। শুধুমাত্র টাকা নেওয়ার ছয় মাসের মধ্যে তা শোধ করতে হয়। যাদের স্যালারি অ্যাকাউন্ট নয় তাঁদের ক্ষেত্রে ওভারড্রাফ্ট হিসাবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা তোলা গেলেও নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হয়। তবে প্রসেসিং ফি লাগে না। এক্ষেত্রে টাকা ফেরাতে হয় ৫ বছরের মধ্যে।
আরও পড়ুন- টাকা জমা-তোলায় আর মিলবে না এসএমএস, ১ ডিসেম্বর নির্দেশ এই ব্যাঙ্কের