নতুন বছরের শুরু থেকেই বদলোচ্ছে জিএসটি-র (GST) হার। আগামী ১ জানুয়ারি থেকেই চালু হচ্ছে এই ব্যবস্থা।
এর ফলে সব ধরনের জুতোর ক্ষেত্রেই জিএসটির (GST) হার হতে চলেছে ১২ শতাংশ। আগে ১,০০০ টাকার কম দামের জুতোর ক্ষেত্রে জিএসটির (GST) হার ছিল ৫ শতাংশ। রেডিমেড পোশাকের উপরেও ১২ শতাংশ হারে জিএসটি (GST) দিতে হবে। এখন ১০০০ টাকা পর্যন্ত দামের পোশাকের জন্য ৫ শতাংশ জিএসটি (GST) দিতে হয়।
অ্যাপ নির্ভর পরিষেবাতেও দিতে হবে ৫ শতাংশ হারে জিএসটি (GST)। এখন এই পরিষেবায় কোনও জিএসটি (GST) দিতে হয় না।
এছাড়া নিয়ম বদলাচ্ছে অ্যাপ-নির্ভর খাদ্য পরিষেবার ক্ষেত্রেও। জোম্যাটো (ZOMATO) বা সুইগির (SWIGGY) মতো অ্যাপ-নির্ভর খাদ্য সরবরাহ পরিষেবায় সংশ্লিষ্ট পরিবহণ সংস্থাকেই ৫ শতাংশ হারে জিএসটি সংগ্রহ করে জমা করতে হবে। এখন তা জমা দেয় রেস্তোরাঁগুলি।