স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) ১০ বেসিস পয়েন্ট মার্জিনাল কস্ট লেন্ডিং রেট (এমসিএলআর) বাড়িয়ে দিল। এর ফলে এসবিআই থেকে বাড়ি বা গাড়ি কেনার জন্য ঋণ নিলে দিতে হবে অতিরিক্ত সুদ। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও বাড়বে ইএমআই।
এই বাড়তি ঋণের বোঝা শুধু নতুন যাঁরা ঋণ নেবেন তাঁদেরকেই যে বহন করতে হবে তা নয়, একই সঙ্গে পুরনো ঋণের ক্ষেত্রেও ইএমআই বাড়বে। লেন্ডিং রেটের উপরে ভিত্তি করেই বিভিন্ন ঋণের ইএমআই নির্ধারিত হয়। তবে কোন ক্ষেত্রে ইএমআই কতটা বাড়বে, তা এখনও ব্যাঙ্কের তরফে জানানো হয়নি।
এসবিআই জানিয়েছে, এক বছরের জন্য লেন্ডিং রেট ৭.৪ শতাংশ থেকে বেড়ে ৭.৫ শতাংশ হল। আর ছ’মাসের ক্ষেত্রে ৭.৩৫ শতাংশ থেকে বেড়ে হল ৭.৪৫ শতাংশ। দু’বছরের জন্য লেন্ডিং রেট বেড়ে হয়েছে ৭.৭ শতাংশ। এটা আগে ছিল ৭.৬ শতাংশ। তিন বছরের জন্য লেন্ডিং রেট ৭.৭ শতাংশ থেকে বেড়ে ৭.৮ শতাংশ হচ্ছে।