অনলাইন শপিং-এর (Online shopping) হিড়িক ক্রমে বেড়েই চলেছে। সারা বিশ্বজুড়েই গ্রাহকরা অভ্যস্থ হয়ে পড়ছেন এই ধরনের শপিং-এ। ওয়ান্ডারম্যান থম্পসনের (Wunderman Thompson) নয়া রিপোর্ট বলছে, ভারতীয়রা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি অধৈর্য অনলাইন শপার। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রেতাদের (Indian customers) মধ্যে ৩৮ শতাংশই চান তাঁদের সামগ্রী যেন ২ ঘণ্টার মধ্যে ডেলিভার করা হয়ে যায়। ই-কমার্স ইন্ডাস্ট্রি (e-commerce industry) মূলত টিকেই রয়েছে ভারতীয়দের এই চাহিদার যোগান দেওয়ার জন্য, এমনটাও জানাচ্ছে সমীক্ষা।
কুইক কমার্স প্ল্যাটফর্ম জেপটোর (Zepto) সহ-কর্ণধার আদিত পালিচা বলেন, "ভারতীয় গ্রাহকরা দ্রুত ডেলিভারি পছন্দ করেন। আমাদের ব্যবসার মূল জায়গাটা ধরার জন্য সবার আগে এই বিষয়টি খুব ভাল করে বুঝে নেওয়া প্রয়োজন"।
আরও পড়ুন: সুস্থ যৌনতার জন্য সবথেকে জরুরি কোন তিনটি বিষয় জানেন? প্রকাশ পেল নয়া সমীক্ষা
এই রিপোর্টের মাধ্যমে আরও জানা গিয়েছে যে, অনলাইনে সবথেকে বেশি ডিজিটাল সামগ্রী কেনায় এগিয়ে রয়েছেন ভারতীয়রা। ৪৫ শতাংশ ডিজিটাল প্রোডাক্ট কেনেন তাঁরা। শুধু তাই নয়, যে সামগ্রী অনলাইন মাধ্যমে তাঁরা কেনেন, সেটিও ফিরিয়ে দেওয়ার নিরিখে ৩৭ শতাংশ ক্ষেত্রে এগিয়ে ভারতীয়রা।