বিশ্বজুড়ে আর্থিক মন্দার জের। তার প্রভাবে একের পর এক সংস্থায় যেন লাইন দিয়ে হয়ে চলেছে গণছাঁটাই। এবার এই গণছাঁটাইয়ের প্রভাব পড়ল ফুড ডেলিভারি অ্য়াপ সুইগিতেও। এই সংস্থা মোট ৮ থেকে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে বলে জানা গিয়েছে। সংস্থার মোট কর্মী সংখ্যা ৬০০০। মন্দার মধ্যে খরচ কমাতে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুইগির তরফে। ছাঁটাই হলে একধাক্কায় চাকরি খোয়াতে পারেন ৬০০ কর্মী। গত অক্টোবরে কর্মীদের পারফরম্যান্স রিভিউ করা শুরু করেছিল সংস্থাটি। সম্প্রতি সেই রিভিউ শেষ হয়েছিল।
অন্যদিকে, ২০২৩ এর প্রথম মাসেই ফের গণছাঁটাইয়ের বার্তা টুইটারে। জানা গিয়েছে, প্রোডাক্ট ডিভিশনের মোট ৫০ জনকে ছাঁটাই করার পরিকল্পনা গ্রহণ করেছে টুইটার।
উল্লেখ্য, টুইটারের মালিক ইলন মাস্ক কর্মীদের নিশ্চয়তা দিয়েছিলেন, টুইটার থেকে আর কোনও ছাঁটাই হবে না। কিন্তু, এই নিশ্চয়তার ৬ সপ্তাহের মধ্যেই ফের ছাঁটাইয়ের ঘোষণায় তটস্থ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্মচারীরা। সূত্রের খবর, এই ছাঁটাই কার্যকর হলে, ২০০০ জনেরও কম হয়ে যাবে টুইটারের কর্মীসংখ্য়া।