এবার অ্যাপেল আইফোন বানানো হবে এদেশেই। সৌজন্য়ে টাটা গোষ্ঠী। দেশ ও বিদেশ, দুই ক্ষেত্রেই আইফোন প্রস্তুত হবে এবার ভারতে। কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। এর আগে অধিকাংশ আইফোনের প্রস্তুত ও সরবরাহের সিংহভাগ চিনের দখলে ছিল।
অ্যাপল আইফোনের সাপ্লাইয়ার ছিল তাইওয়ানের উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড। কর্নাটকে তাঁদের একটি প্ল্যান্ট ছিল। টাটা গোষ্ঠী ১২৫ মিলিয়ন ডলার খরচ করে সেই প্ল্যান্ট কিনে নিয়েছে। উইনস্ট্রন কর্পও প্রেস বিজ্ঞপ্তি জারি করে টাটা গোষ্ঠীর অধিগ্রহণের কথা জানিয়েছে।
এতদিন ভারতে আইফোন তৈরি হলেও, তার প্রস্তুতকারক ছিল বিদেশি সংস্থা। এই প্রথম ভারতীয় সংস্থা এই দেশেই আইফোন তৈরি করবে।