চলতি বছরের আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। ঘটনাচক্রে, ওই দিনটি রবিবার। গোটা দেশের সমস্ত ব্যাঙ্কেই ছুটি। তাই যাঁরা শেষ দিনে আয়কর রিটার্ন জমা দেবেন বলে ভেবে রেখেছেন, তাঁদের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা না করার অনুরোধ করা হচ্ছে। যদিও, আয়কর জমা দেওয়ার শেষ তারিখ রবিবার পড়লেও, এমনটা নয় যে, ওইদিন তা জমা করা যাবে না। অনলাইনের যেটুকু কাজ, তা করা যাবে। তবে, শারীরিকভাবে ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে না।
শেষ দিনে বহু করদাতা আয়কর রিটার্ন জমা করতে পারেন। সেই কারণে পোর্টালের ওপর প্রবল চাপ পড়ে তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
মোট আয় ৫ লক্ষ টাকা পেরিয়ে গেলে তা যদি সময়মতো আয়কর দফতরের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ৫ লক্ষ টাকার কম আয়ের করদাতাদের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ১ হাজার টাকা।