কদিন আগেই সোনার দামে কার্যত হাত পোড়ার জোগাড় হয়েছিল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর বিয়েতে সাধ্য মতো সোনার গয়না দিতে চায় সকলেই। এবার মধ্যবিত্তদের খানিক স্বস্তি, পরপর তিনদিন কমল সোনার দাম। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম ছিল ৪৮,৩৫০ টাকা, আজ সেই দাম দাঁড়িয়েছে ৪৮,২৫০ টাকা।
অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। বুধবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে, ৫২,৬৪০ টাকা। গতকালকের থেকে সস্তা হয়েছে রুপোও। ১ কেজি রুপোর বাটের দাম চলছে ৬১,০০০ টাকা।
আরও পড়ুন: এবার থেকে সপ্তাহে শনি-রবি বন্ধ থাকবে ব্যাঙ্ক, নয়া সিদ্ধান্তে পড়তে চলেছে শীলমোহর
গত কয়েকদিন পরপর সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন মধ্যবিত্তরা। গহনার সোনার উপর বিভিন্ন দোকানে মজুরির আলাদা দাম থাকে, সব মিলিয়ে যারা সোনা কেনার পরিকল্পনা করেছেন তারা আর দেরি করবেন না। গত ছয়দিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম।