২০২২-২৩ এর আর্থিক বর্ষের শেষলগ্ন উপস্থিত। দেখে নিন ৩১ মার্চের আগে চলতি আর্থিকবর্ষে আর কী কী করে ফেলতে হবে আপনাকে।
একদম প্রথমেই প্যান কার্ড ও আধার কার্ডের মধ্যে লিঙ্ক করে নিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের তরফে একাধিকবার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে, ২০২৩ এর ৩১ মার্চের পর আর এই কাজটি করা যাবে না। এটি না করলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
দ্বিতীয়ত, আয়কর রিটার্ন ফাইল আপডেট করতে হবে। ২০২০ আর্থিকবর্ষের আপডেটের আয়কর রিটার্ন এবং ২০২০-২১ আর্থিকবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। এর আগে এই আয়কর রিটার্ন ফাইল না করলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতেই হবে।
তৃতীয়ত, অগ্রিম আয়কর, আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, ২০২২-২৩ আর্থিকবর্ষের জন্য ১৫ মার্চের মধ্যে আয়কর দাতাদের অগ্রিম কর দেওয়ার ব্যাপারে সমস্ত নথি সাবমিট করতে হবে। তা না করলে জরিমানা দিতে হবে। এই জরিমানার পরিমাণ কমপক্ষে ১০ হাজার টাকা।
চতুর্থত, প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা নামের বিমা ও পেনশন স্কিমটি বরিষ্ঠ নাগরিকদের নিয়মিত রোজগারের সুযোগ করে দিয়েছে। সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত।