সামান্য স্বস্তি। টানা ৬দিন পর কলকাতায় কমল সোনার দাম। মাঘ পড়তেই শুরু বিয়ের মরসুম। এই সময় বর-কনেদের জন্য সোনা কেনাটা হিড়িক দেখা যায়। আর বুধবার দাম কমতেই বেজায় খুশি মধ্যবিত্তরা। কমেছে রুপোর দামও।
বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫২,০০০ টাকা। সুতরাং, ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,২০০ টাকা , সুতরাং গতকালের থেকে দাম কমেছে ২০০ টাকা। এদিকে ,১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫৬,৭৩০ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ২২০ টাকা। অর্থাৎ, ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,৬৩০ টাকা। কমেছে রুপোর দামও। বুধবার, ১ কেজি রুপোর দাম যাচ্ছে ৭১,৯০০ টাকা।