শীত হালকা কমে এসেছে, দরজায় কড়া নাড়ছে দ্বিতীয় দফার বিয়ের মরসুমও তাই এখন টুকটাক সোনা কেনা চলতেই থাকবে। পরপর দুদিন সোনার দাম কমলেও আজ সামান্য বেড়েছে হলুদ ধাতুর দাম। এই দাম আরও বাড়ার আগে লক্ষ্মীবারেই ঘরে তুলে রাখতে পারেন সোনা।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, লক্ষ্মীবারে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫,১৩০ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫২,৩০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় এক্ষেত্রে দাম বেড়েছে ১০০ টাকা।
এদিন ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫,৬০৭ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৫,৯৬০ টাকা অর্থাৎ এক্ষেত্রে গতকালের তুলনায় দাম বেড়েছে মাত্র ১১০ টাকা।
বৃহস্পতিবার ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৭১.৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ৭১৫ টাকা। কাল এবং আজকের দাম অপরিবর্তিতই আছে।