একট সময় লাখপতি বললে রীতিমতো ধনকুবেরদের বোঝাত, এখন অবশ্য কোটিপতিরও ছড়াছড়ি। বিলিয়নিয়রদের তালিকায়মহিলা বিলিওনেয়ারদের সংখ্যা কিন্তু ক্রমবর্ধমান৷ ফোর্বসের রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বে মোট ২৭৮১ জন বিলিওনেয়ার আছেন। তাঁদের ১৩.৩ শতাংশ মহিলা। বিশ্বের সবচেয়ে ধনী ১০ নারী কারা? আসুন এক এক করে তাঁদের চিনে নেওয়া যাক।
১) ফ্রানকয়সি বেটেনকোর্ট মেয়ার্স :
টানা চার বছর ধরে বিশ্বের ধনীতম নারীর নাম ফ্রানকয়সি বেটেনকোর্ট মেয়ার্স। তিনি লরিয়েলের প্রতিষ্ঠাতার নাতনি৷ মোট সম্পত্তির পরিমাণ ৯৮.২ বিলিয়ন ডলার। লরিয়েল গ্রুপের ৩৫ শতাংশ শেয়ার তাঁর। মেয়ার্সের আমলে রীতিমতো উন্নতি করেছে লরিয়েল।
২) অ্যালিস ওয়ালটন
দুনম্বরে আছেন অ্যালিস ওয়ালটন। তিনি আমেরিকার ধনীতম নারী৷ মোট সম্পত্তির পরিমাণ ৭৭.২ বিলিয়ন। গত বছর ওয়ালমার্টের শেয়ারের দর বেড়েছে ৩৪ শতাংশ, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ওয়াল্টনের সম্পত্তি। শিল্প সংগ্রাহক এই নারী তাঁর সমাজসেবামূলক কাজের জন্যও বিখ্যাত।
৩) জুলিয়া কোচ :
ডেভিড কোচের বিধবা স্ত্রী জুলিয়া কোচ বিশ্বের তৃতীয় ধনীতম নারী৷ সম্পত্তির পরিমাণ ৬৬.৩ বিলিয়ন৷ কোচ ইন্ড্রাস্ট্রিজের ৪২ শতাংশ মালিকানা তাঁর। তিনি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টেরও একজন ট্রাস্টি।
৪) জ্যাকলিন মার্স
বিশ্চের চতুর্থ ধনীতম নারী জ্যাকলিন মার্সের মোট সম্পত্তির পরিমাণ ৩৩.৪ বিলিয়ন ডলার। ক্যান্ডি এবং পোষ্যদের খাবারের একাধিক কোম্পানি, যেমন এম অ্যান্ড এমস, স্নিকাট্স, পেডিগ্রির মালিক তিনি৷ Mars Inc. এর প্রতিষ্ঠাতা ফ্রাংক সি মার্সের নাতনি জ্যাকলিন।
৫) সাবিত্রী জিন্দাল :
৩৮ বিলিয়ন ডলারের মালিক সাবিত্রী জিন্দাল বিশ্বের পঞ্চম ধনী মহিলা। সবচেয়ে ধনী ভারতীয় নারীও তিনি৷ তিনি জিন্দাল গ্রুপকে নেতৃত্ব দেন। রাজনীতির সঙ্গেও সরাসরি যুক্ত সাবিত্রী জিন্দল।
৬) রাফেলা অ্যাপন্টে ডিয়ামান্ট :
বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা রাফেলা অ্যাপন্টে ডিয়ামান্ট বিশ্বের ষষ্ঠ ধনীতম নারী। মোট সম্পত্তির পরিমাণ ৩৩.৭ বিলিয়ন৷
৭) ম্যাকেঞ্জি স্কট
জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট বিশ্বের সপ্তম ধনী নারী। মোট সম্পত্তির পরিমাণ ৩৩.৫ বিলিয়ন ডলার। ডিভোর্সের পর তিনি অ্যামাজনের ৪ শতাংশের মালিক হন৷ বিপুল সমাজসেবামূলক কাজকর্ম করেন এই নারী। সমাজের প্রয়োজনে বহু অর্থ ব্যয় করেন।
৮) জিনা রাইনহার্ট
অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ মাইনিং এবং কৃষি কোম্পানি হ্যানকক প্রসপেক্টিং গ্রুপের কর্ণধার জিনা রাইনহার্ট বিশ্বের ৮ম ধনী নারী৷ মোট সম্পত্তির পরিমাণ ৩০.৮ বিলিয়ন ডলার।
৯) আবিগালি জনসন
বিশ্বের নবম ধনী মহিলার নাম আবিগালি জনসন। মোট সম্পদের পরিমাণ ২৯.৭ বিলিয়ন৷ তিনি ফিডেলিটি ইনভেস্টমেন্ট নামে একটি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে নেতৃত্ব দেন। ২০১৪ সালে তিনি এই কোম্পানির সিইও হন৷ তাঁর ঠাকুরদাই এই কোম্পানির প্রতিষ্ঠাতা
১০) মিরিয়াম অ্যাডেলসন :
বিশ্বের অন্যতম বড় ক্যাসিনো অপারেটর্স লাস ভেগাস স্যান্ডের অনেকখানি শেয়ার রয়েছে মিরিয়াম অ্যাডেলসনের কাছে।।তিনি বিশ্বের দশম ধনী নারী৷ মোট সম্পত্তির পরিমাণ ২৯.৭ বিলিয়ন৷ তিনি মেডিক্যাল রিসার্চে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ড্দান করেছেন৷