এবারে ‘কাগজমুক্ত বাজেট’ (Paperless budget)! আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পেশ করতে চলেছেন আসন্ন কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022-23)।
জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারে আর কাগজের নথি থেকে বাজেট পেশ করা হবে না। অর্থাৎ, চালু লব্জ মেনে বলতে হয়, বাজেটটি হবে ‘পেপারলেস’।
আরও পড়ুন: দেখে নিন আসন্ন বাজেট নিয়ে দেশের করদাতাদের কী কী আশা রয়েছে
অন্যদিকে, অতিমারিতে (Pandemic) অর্থমন্ত্রকের কর্মচারীদের স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এবারে কোনও ‘হালুয়া উৎসব’ (No 'Halwa ceremony') হবে না। তার বদলে, অফিস কক্ষে ‘লক-ইন’ (Lock-in) অবস্থায় কাজ করা বাজেটের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে সুস্বাদু মিষ্টি।
উল্লেখ্য, নিরাপত্তার কারণে বাজেট পেশের আগে বাজেটের সঙ্গে যুক্ত কর্মচারীদের ‘লক-ইন’ পদ্ধতিতে কাজ করতে হয়।
বাজেটের আগের কয়েকদিন, নর্থ ব্লকের (North block) ভিতরে অবস্থিত বাজেট প্রেসেই (Budget press) থাকতে হয় ওই কর্মচারীদের। নিয়ম অনুযায়ী, সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরই তাঁরা তাঁদের নিকটজনদের সঙ্গে কথা বলতে পারবেন।
২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটটি পেশ করার পর তা মোবাইল অ্যাপের মাধ্যমে (Budget will be available on mobila app) দেখতে পাওয়া যাবে।