বার বার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে টাকা লেনদেনে সমস্যার মুখে পড়েন অনেকেই। এই সমস্যার সমাধান করতেই ইউপিআই লাইট (UPI Lite) চালু করল ফেডারেল ব্যাঙ্ক। এবার থেকে পিন ছাড়াই টাকা লেনদেন করা যাবে। এমনকি টাকা লেনদেন করা যাবে অফলাইনেও।
২০২২ সালে ইউপিআই লাইট চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই অ্যাপের মাধ্যমে কোর ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার না করেই কম টাকা লেনদেন সম্ভব হয়। যে লেনদেন অনেক কম ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন - শনিতে সামান্য স্বস্তি, সোনা অপরিবর্তিত রুপোর দামেও পতন
কী ভাবে ব্যবহার করবেন?
ইউপিআই অ্যাপ্লিকেশনেই রয়েছে এই লাইট ফিচারটি। এই পক্রিয়া লগইন করেই কম ঝক্কিতে টাকা লেনদেন করতে পারবেন।