আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই বিশ্বের যে কোনও প্রান্তে গুগল পে-র মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে।
বিশ্বজুড়ে ইউপিআই ট্রানজাকশন করা নিয়ে গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস এবং এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেডের মধ্যে একটি মৌ চুক্তি সাক্ষর হয়েছে।
গুগল পে-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই মৌ চুক্তির তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এটি বিদেশে ভ্রমণরত পর্যটকদের জন্য ইউপিআই পেমেন্টে সহজ করে তুলতে চায়, যাতে তাঁরা সহজেই বিদেশে লেনদেন করতে পারেন। দ্বিতীয়ত, অন্য দেশগুলিকেও ইউপিআই-এর মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরি করতে সাহায্য করা, যার মাধ্যমে সহজে লেনদেনের একটি মডেল গড়ে উঠবে। তৃতীয়ত, ইউপিআই-এর পরিকাঠামো ব্যবহার করে বিভিন্ন দেশের মধ্যে রেমিট্যান্সের প্রক্রিয়াকে সহজ করে তোলা, যার ফলে আর্ন্তজাতিক ভাবে আর্থিক লেনদেন সহজতর হয়।
এনআইপিএল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রিতেশ শুক্লা বলেছেন, এর মাধ্যমে কেবল ভারতীয়বপর্যটকদেরই সুবিধা হবে না, গড়ে উঠবে একটি সফল ডিজিটাল পেমেন্ট সিস্টেম।