ব্যাঙ্ক ঋণের চাহিদা অনেকটা কমলেও ক্ষুদ্র ঋণের (Micro Credit) চাহিদা দেশে বেড়েই চলেছে। এক্ষেত্রে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (Micro Credit West Bengal)। ওয়াকিবহাল মহল বলছে, গ্রামীণ ভারতের সর্বত্র ব্যাঙ্কের পরিষেবা অমিল। তাই চাহিদা বাড়ছে ক্ষুদ্র ঋণের।
ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির সংগঠন মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন নেটওয়ার্কের (এমফিন) তথ্য বলছে, পশ্চিমবঙ্গে মাথাপিছু ক্ষুদ্র ঋণের গড় পরিমাণ ইতিমধ্যেই পৌঁছেছে ৫৩,৭০৮ টাকায়। দেশের সমস্ত রাজ্যের মধ্যে সর্বাধিক। মাথাপিছু ৪৬,০৭৪ টাকা গড় ঋণ নিয়ে দ্বিতীয় কেরল।
বিশেষজ্ঞদের মতে কোভিড সংক্রমণ কমার পর গ্রামের লোকজন মানুষ ফের রোজগারের রাস্তা খুঁজতে শুরু করেছেন। কিন্তু গ্রামীণ ভারতের অনেক জায়গায় এখনও ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ নেই। তাছাড়া ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণ করা অনেক সময়েই গ্রামের নিম্নবিত্ত মানুষের পক্ষে সম্ভব নয়। তাই ছোট অঙ্কের ঋণের জন্য তাঁরা ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির কাছে আসছেন।
বিশেষজ্ঞরা এটাও বলছেন যে, দেশে কোভিড পরবর্তী সময়ে বেকারত্ব বেড়েছে। গ্রামাঞ্চলের অর্থনীতি নড়বড়ে। অনেকের চাকরি গিয়েছে। তাই এখন অনেকেই নিজস্ব কিছু করতে চাইছেন। কেউ কেউ ভেঙে পড়া ব্যবসাকে তুলে দাঁড় করাতে চাইছেন। কিন্তু পুঁজির অভাবে সমস্যা তৈরি হচ্ছে। ব্যাঙ্কের কড়া শর্ত মেনে ধার শোধ করার ক্ষমতা নেই অনেকেরই, তাই ক্ষুদ্র ঋণ ভরসা।