অধিকাংশ ভারতীয় টেলিকম সংস্থাই দাবি করে তারা ৫জি পরিষেবা দিতে সক্ষম৷ কিন্তু সেই দাবিতে কোনও সত্যতা থাকে না। ৫জি পরিষেবা হল ৪জির চেয়ে ৩০ গুণ বেশি দ্রুত।
ভারতে যাঁরা প্রথম ৫জি পরিষেবা নিয়েছেন, তাঁরা টুইটারে কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেগুলি থেকে বোঝা যায় সত্যিই ৫জি ঠিক কতখানি ফাস্ট! বিশেষ এয়ারটেল এবং জিওতে।
গুরুগ্রামের এক এয়ারটেল ৫জি ব্যবহসরকারীর স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে, ডাউনলোডের গতি ৮৩৭ এমবিপিএস এবং আপলোডের স্পিড ১১৯ এমবিপিএস।
টুইটারে একজন জিও ব্যবহারীকারী জানিয়েছেন, তাঁর ৫জি নেটওয়ার্কে ডাউনলোডের স্পিড ১,০৮৫ এমবিপিএস এবঁ আপলোডের স্পিড ১৩৮ এমবিপিএস।
তবে মনে রাখতে হবে, এখনও ৫জি পরিষেবা স্থিতিশীল নয়। তাই গতির রকমফের হয়েই থাকে।
এখনও দেশে ভোডাফোনের ৫জি পরিষেবা শুরু হয়নি। সেটি শুরু হলে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে।