তিনি সারা দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। এলন মাস্কের (Elon Musk) বাড়িটিও নিশ্চয়ই খুবই বিলাসবহুল? জানলে অবাক হবেন, মাস্ক আসলে টেক্সাসের একটি দু'কামরার বাড়িতে থাকেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্স, যা কদিন আগেও পরিচিত ছিল টুইটার নামে, তাঁর মালিক এলন মাস্ক থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায়। মাত্র দুটো ঘরের বাড়ি তাঁর, সম্প্রতি সেই বাড়ির ছবি শেয়ার করেছেন মাস্কের জীবনীকার ওয়াল্টার আইস্যাকসন।
Elon Musk: গুগলের সঙ্গে জোর টক্কর! নতুন AI কোম্পানি আনলেন এলন মাস্ক
তাঁর শেয়ার করা ছবি থেকেই জানা গিয়েছে, ছোট, কিন্তু বেশ ছিমছাম পরিচ্ছন্ন বাড়ি মাস্কের। বসার ঘরে একটা কাঠের টেবিল, চেয়ারে ঝোলানো একটা জ্যাকেট। টেবিলের ওপর একটা স্পেস রকেটের মডেল, ব্যাস!
এমন ধনী মানুষ এমন ছিমছাম বাহুল্য বর্জিত বাড়িতে থাকেন দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এলন মাস্কের জীবনী। ইতিমধ্যে অ্যামাজনে শুরু হয়েছে প্রি অর্ডার।