এবার থেকে আর শুধু ডেবিট কার্ডের মাধ্যমেই নয়, ক্রেডিট কার্ডের মাধ্যমেও অর্থ খরচ করা যাবে ইউপিআই পদ্ধতিতে। বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানাল, এতদিন পর্যন্ত সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের অর্থ ইউপিআই পদ্ধতিতে খরচ করা যেত ডেবিট কার্ডের মাধ্যমে। ক্রেডিট কার্ডের মাধ্যমে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের অর্থ ইউপিআই পদ্ধতিতে খরচ করতে পারলে তা এই পদ্ধতির মাধ্যমে লেনদেনের প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্বাস রিজার্ভ ব্যাঙ্কের।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি বিবৃতি দিয়ে জানায়, "ইউপিআই লেনদেনের প্রক্রিয়া আরও বেশি সুদূরপ্রসারী ও জনমুখী হয়ে ওঠার ক্ষেত্রে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা নেবে"।
তবে, প্রথমে এই সুবিধা পাওয়া যাবে রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে। এর ফলে ইউপিআইয়ের গ্রাহকদেরও অনেক সুবিধা হবে বলেই মনে করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
একইসঙ্গে কার্ডের রেকারিং পেমেন্টের ই-ম্যানডেটের লিমিট ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।